SOMOYERKONTHOSOR

দলীয় সমর্থন না পেয়ে যা বললেন অভিনেত্রী জ্যোতি

সময়ের কণ্ঠস্বর – সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুর পর গৌরীপুর আসনটি শূন্য হয়। এ পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের সদস্য হতে প্রার্থী হয়েছিলেন মডেল ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। কিন্তু তিনি দলীয় সমর্থন পাননি।

গত বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় গণভবন জ্যোতিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে আগামীর জন্য প্রস্তুত হতে বলেন। একই আসনের জন্য দলীয় সমর্থন দেওয়া হয়
নাজিমউদ্দিন আহমেদকে।

এ প্রসঙ্গে জ্যেতি বলেন, ‘নাজিমউদ্দিন ভাই দলীয় সমর্থন পেয়েছেন। এতে আমি খুব খুশি। তিনি অনেক সিনিয়র একজন মানুষ। তারই সমর্থন প্রাপ্য ছিল। তার জন্য আমার শুভকামনা রইলো।’

উল্লেখ্য, টেলিভিশন ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন জ্যোতি। পাশাপাশি বিভিন্ন সামাজিক আন্দোলনেও সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। যুদ্ধাপরাধীদের বিচারে সৃষ্ট আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।