SOMOYERKONTHOSOR

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় তুলা চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে তুলা চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মেহেদী হাসান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:


চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের আয়োজনে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প  ফেজ-১ এর অর্থায়নে তুলা চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে তুলা চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর উপস্থিত থেকে চাষীদের প্রশিক্ষণ দেন।

চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন, আলুকদিয়া তুলা ইউনিট কর্মকর্তা হাবিবুর রহমান ও আলুকদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাবলু। প্রশিক্ষণে প্রায় ৫০ জন তুলা চাষী অংশ গ্রহণ করে।