SOMOYERKONTHOSOR

এবার ১২ শিল্পীর কণ্ঠে ‘রমজানের ঐ রোজার শেষে’

বিনোদন ডেস্ক- ঈদুল ফিতরের আগের চাঁদরাত আর জাতীয় কবির কালজয়ী সৃষ্টি ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ গানটি যেন অবিচ্ছদ্য। প্রতি বছরই ঈদুল ফিতর সামনে রেখে গানটির নতুন সংগীতায়োজনে করে থাকে বিটিভি। এবার একসঙ্গে ১২ শিল্পী কণ্ঠ দিয়েছেন নজরুলের এ গানে।

এর মধ্যে ছয়জন পুরুষ— সায়মন (শওকত আলী ইমন), এস আই টুটুল, রাজিব, সাব্বির, রাফাত ও ইমরান এবং ছয়জন নারী—আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নী, কনা, সালমা, কোনাল ও কর্নিয়া। সংগীতায়োজনে শওকত আলী ইমন।

১৮ জুন সন্ধ্যায় ইমনের নিজস্ব স্টুডিও ‘ভেলোসিটি’তে গানটির রেকর্ডিং হয়েছে। ইমন বলেন, ‘১২ জন শিল্পীকে এক করা ছিল কঠিন ব্যাপার। সবাই বেশ আন্তরিকতা দেখিয়েছেন বলেই কাজটি সম্ভব হয়েছে।’

তিনি আরো জানান, ২৯ জুন বিটিভির নিজস্ব স্টুডিওতে গানটির ভিডিওর শুটিংয়ে অংশ নেবেন শিল্পীরা।