SOMOYERKONTHOSOR

মূল বেতনের শতভাগ ঈদ বোনাসের দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলি ও টিয়ার সেল

সময়ের কণ্ঠস্বর –   মূল বেতনের শতভাগ ঈদ বোনাস পরিশোধের দাবিতে  মঙ্গলবার  গাজীপুরে   শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে । এই সময়  পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ার শেল ছুঁড়েছে অন্ততঃ ১২ জন শ্রমিক আহত হয়েছে । 

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানী এলাকাস্থিত জাপানের মালিকানাধীন কোজিমা লিরিক গার্মেন্টস ফ্যাশন লিঃ কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির প্রেক্ষিতে এবারের রমজানের ঈদে ৫০ ভাগ পরে ৭০ ভাগ ঈদ বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়াও কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি শ্রমিকদের হাজিরা বোনাস ও ইনক্রিমেন্ট শতকরা দশভাগ থেকে পাঁচভাগ কমিয়ে দেয়। কিন্তু শ্রমিকরা তা মেনে না নিয়ে গত কয়েকদিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে শতভাগ ঈদ বোনাস এবং শতকরা দশভাগ হাজিরা বোনাস ও ইনক্রিমেন্ট পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কারখানা কর্তৃপক্ষ দাবি না মেনে  নিয়ে  আন্দোলনরত শ্রমিকদের  উপর হামলা চালায় ।এঘটনায় অন্ততঃ ১২ জন আহত হয়েছে।