বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে সালেহিয়া সলগ্ন পটুয়াখালী আমতলী মহাসড়কে তাফহীম ক্লাসিক পরিবহন নামে একটি যাত্রী বাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় খাদে পড়ে যায়।
Loading ...
এতে যাত্রী সেরাজুল ইসলাম(৪৫) ফনি মৃধা (৪৬) সাইফুল (২০) এলিজান (৩৫) হোসনেয়ারা (৫০) জাকিয়া (৫০) জাকিয়া (৩০) আমেনা (৪০) ফিরোজা (৫০) শাহজাহান (৭৫) নেকি(৩)মীম(১৭) হালিমা (৩০) ইয়াসমিন (২৩) অহিদুল (৪৫) গুরুতর আহত হয়। পরে আহতদের আমতলী ও পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।