SOMOYERKONTHOSOR

ময়মনসিংহে ইয়াবাসহ আটক আসামির আকস্মিক মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহে ১৫ পিস ইয়াবাসহ আটক প্রান্ত চন্দ্র দে (২০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮ টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে নগরীর দুর্গাবাড়ি মন্দিরের পেছন থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে থানায় আনলে সে বুকে ব্যাথা অনুভব করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।