ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে শাহজাহান আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ পুরিয়া গাঁজা সহ আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুন) দিনগত রাত ১টার দিকে পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাহজাহান আলী পৌর এলাকার দক্ষিন ভুমতাইড় গ্রামের দেরৈয়ার বসু মিয়ার ছেলে ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ইসরাইল হেসেন ‘সময়ের কণ্ঠস্বর’ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। রোববার (২৬ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।