SOMOYERKONTHOSOR

সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রীর মৃত্যু

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসীতে বজ্রপাতে ছনি খাতুন (১০) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে হাট পাঙ্গাসী ইউনিয়নের নওদা শালুয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। ও স্থানীয় কৃষ্ণদিয়ার রইচ উদ্দন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।

হাটপাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ছনি। এসময় বজ্রপাতে সে আহত হয়। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।