SOMOYERKONTHOSOR

কুমিল্লা সিটি ভোট ও সুনামগঞ্জ উপ নির্বাচন ৩০ মার্চ

সময়ের কণ্ঠস্বর- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। একইদিনে প্রয়াত আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ (শাল্লা ও দিরাই) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসন শূন্য হয়। সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।

কুমিল্লা সিটি কর্পোরেশন মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ।

নতুন নির্বাচন কমিশন গঠন করার পর আজই (রোববার) কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়।