SOMOYERKONTHOSOR

মহড়ার প্রথম দিনেই কল্পিত শক্র অবস্থানে রকেট হামলা চালাল আইআরজিসি


আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ(সোমবার) মহানবী-১১ নামের সামরিক মহড়া শুরু করেছে। মহড়ার প্রথম দিনে কল্পিত শত্রু অবস্থানের ওপর স্মার্ট এবং গাইডেড রকেট হামলা করা হয়েছে।

ইরানের মধ্যাঞ্চলীয় বিশাল মরুভূমি দাস্তে কাভিরে এ মহড়া চলছে। ক্ষমতা এবং স্থিতিশীলতা প্রদর্শন করাই এ মহড়ার উদ্দেশ্য বলে জানানো হয়েছে। মহড়ার মাধ্যমে সম্ভাব্য আগ্রাসনের মুখে আইআরজিসি’র প্রতিরক্ষা প্রস্তুতি যাচাই করা হবে।

এ ছাড়া, আইআরজিসি’র ড্রোন, গোলন্দাজ, বিমান প্রতিরক্ষা ইউনিটও এ মহড়ায় অংশ নেবে।

গত মাসে ইরানের পশ্চিমাঞ্চলে মহড়া চালিয়েছে আইআরজিসি’র পদাতিক বাহিনী।