SOMOYERKONTHOSOR

শরীয়তপুরে ইউ‌পি আওয়ামীলীগের অফিসে জুয়া খেলার সময় আটক-৫

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি: সদর উপ‌জেলার রুদ্রকর ইউনিয়নের আওয়ামীলীগের পার্টি অফিসে জুয়া খেলার সময় ইউপি সদস্যসহ পাঁচ জন‌কে আটক ক‌রে‌ছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার সকাল সা‌ড়ে ১০টার দি‌কে ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহার নে‌ত্বিতে তা‌দের অাটক করা হয়।

অাটককৃতরা হ‌লেন, রুদ্রকর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার এবং হুগ‌লি গ্রা‌মের মৃত নূর মোহাম্মদ বেপা‌রির ছে‌লে মোঃ ক‌বির বেপা‌রি (৩৭), মাকশার গ্রা‌মের মৃত অাব্দুল রবের ছে‌লে শাহা‌নোয়ার লিটন (৩৪), হুগ‌লি গ্রা‌মের মৃত ছত্তর শে‌খের ছে‌লে সোহাগ শেখ (২৪), অালী শে‌খের ছে‌লে নুরুল হক শেখ (৩৪), ছবর অালী শে‌খের ছে‌লে লৎফর শেখ (৩০)।

ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সুব্রত কুমার সাহা বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে সময়ের কণ্ঠস্বরকে জানান, রুদ্রকর ইউনিয়নের আওয়ামীলীগ পার্টি অফিসে জুয়া খেলার সময় তা‌দের অাটক করা হয়। তা‌দের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।