SOMOYERKONTHOSOR

খুলনায় যথাযোগ্য মর্যাদায় প‌ালিত হ‌চ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

জিএস‌কে শান্ত, স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট: খুলনায় যথাযোগ্য মর্যাদায় পা‌লিত হ‌চ্ছে অান্তর্জা‌তিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস। দিবসের প্রথম প্রহরে নগরীর শহীদ হাদিস পার্কে জাতীয় শহীদ মিনারের আদলে তৈরি শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ক‌রেন জেলা ও মহানগর মু‌ক্তি‌যোদ্ধা কমান্ড।

প‌রে শহীদ বেদী‌তে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন স্থানীয় সংসদ সদস্য বৃন্দ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সি‌টি ক‌র্পোরেশন, সিভিল সার্জন, অধ্যক্ষ মেডিকেল কলেজ, মহানগর ও জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠন, বিএনপি খুলনা মহানগর ও জেলা শাখা, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনসমূহ, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, জেলা আইনজীবী সমিতিসহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠনসমূহ।

এছাড়া‌ দিবসটির তাৎপর্য তু‌লে ধ‌রে খুলনা বিশ্ব‌বিদ্যালয়, কু‌য়েট, মে‌ডিকেল ক‌লেজ, বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, চিত্রাংকণ ও বাংলা ভাষায় হাতের লেখা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।