SOMOYERKONTHOSOR

আল-বাবে তুর্কি বিমান হাম আল-বাবে তুর্কি বিমান হামলায় অন্তত ১১০ ব্যক্তি নিহতলায় অন্তত ১১০ ব্যক্তি নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ

সিরিয়ার দায়েশ অধিকৃত নগরী আল-বাবে গত গত দু’সপ্তাহে তুরস্কের বিমান অভিযানে অন্তত ১১০ বেসামরিক মানুষ নিহত হয়েছে। তথাকথিত সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে।

এতে আরো বলা হয়েছে, তুরস্কের বিমান এবং কামান হামলায় বাড়ি ধ্বংস হয়ে এক পরিবারের ১১ সদস্য নিহত হয়েছে। তুর্কি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আল-বাবে ঢোকার সুবিধা করে দেয়ার লক্ষ্য এ বিমান এবং কামান হামলা চালানো হচ্ছে।

তুর্কি সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর অগ্রাভিযানের মুখে আল-বাবের বেসামরিক মানুষজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। নগরীর সব জায়গায় ধ্বংসলীলা প্রত্যক্ষ করা যায় বলে পালিয়ে আসা এক ব্যক্তি জানান।

উত্তরাঞ্চলীয় সিরিয় প্রদেশ আলেপ্পোয় দায়েশের শেষ ঘাঁটি রয়েছে আল-বাবে। দায়েশের রাজধানী হিসেবে পরিচিত রাকার পাশেই এ নগরী অবস্থিত। ২০১৬ সালে সিরিয়ায় ট্যাংক এবং যুদ্ধবিমান পাঠানোর মধ্য দিয়ে সামরিক আগ্রাসন শুরু করেছে তুরস্ক।