SOMOYERKONTHOSOR

প্রেমিকার ঘরের আলমারি ও ফ্রিজের ভিতর থেকে উদ্ধার হল প্রেমিকের টুকরো টুকরো দেহ!

সময়ের কণ্ঠস্বর ডেস্ক – সহকর্মীর সঙ্গে প্রেমের জেরে সন্তানসম্ভবা হয়ে পড়েছিল স্ত্রী। জানতে পেরে আর রাগ চেপে রাখতে পারেনি ভারতীয় বিমানবাহিনীর এক সার্জেন্ট। প্রতিশোধ নিতে নিজের স্ত্রী, শ্যালককে সঙ্গে নিয়ে সহকর্মীকে খুন করে দেহ টুকরো টুকরো করে ষোলোটি ব্যাগে ভরে লুকিয়ে রেখেছিল বিমানবাহিনীর ওই সেনা অফিসার। তার বাড়ির ভিতরের আলমারি, ফ্রিজের ভিতরে রাখা ষোলোটি প্লাস্টিকের ব্যাগে উদ্ধার হল প্রেমিকের দেহ। ২৭ বছরের ওই নিহত প্রেমিক বিমানবাহিনীর কর্পোরাল পদে কর্মরত ছিল।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ভাটিন্ডার ভিসিয়ানা এয়ার বেস-এ।

নিহত আইএফ কর্পোরালের নাম ভিপান শুক্ল। সে উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ২০১৪ সালে ভিসিয়ানা এয়ারবেসে আসে ভিপান। এর পরেই ওই এয়ারবেসে কর্মরত সার্জেন্ট সুলেশ কুমারের স্ত্রী অনুরাধার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। বিবাহিত হলেও সেই সময় একাই এয়ারবেসে থাকত ভিপান। তার সঙ্গে ঘনিষ্ঠতার জেরে অন্তঃসত্তা হয়ে পড়ে সুলেশ কুমার নামে এক সার্জেন্টের স্ত্রী। এর পরেই বিয়ের জন্য ভিপানকে চাপ দেয় অনুরাধা। কিন্তু ভিপান তাকে জানিয়ে দেয়, সে নিজে যেহেতু বিবাহিত, সেই কারণে তার পক্ষে অনুরাধাকে বিয়ে করা সম্ভব নয়।

এর মধ্যে ২০১৬ সালে ভিপানের স্ত্রী শুক্লা ভিসিয়ানা এয়ারবেসে এসে স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন। তখন বাধ্য হয়ে সবকথা নিজের স্বামীকে জানায় ভিপানের প্রেমিকা অনুরাধা।