SOMOYERKONTHOSOR

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে চলতি অবস্থায় সিএনজির চাকা খুলে উল্টে আবু বকর সিদ্দিক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের স্কুল বাজার এলাকাকায় দূর্ঘনাটি ঘটেছে।

জানা যায়, জাহাঙ্গীরপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে ঐ বৃদ্ধের বাড়ি। সিএনজি যোগে নান্দাইল আসার পথে এ দূর্ঘনাটি ঘটে। পরে স্থানীয় দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জাহাঙ্গীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এস আই নাজিম উদ্দিন ঘটনা স্থল পরিদর্শন করে গাড়িটি জব্দ করেন।