SOMOYERKONTHOSOR

‘বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিএনপির বিচার হওয়া প্রয়োজন’

সময়ের কণ্ঠস্বর – আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিএনপির বিচার হওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’আখ্যা দিয়ে কানাডার আদালতে দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি রুখতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

হাছান মাহমুদ বলেন, বিএনপি যে সহিংস ঘটনা ঘটিয়েছিল, তা বন্ধে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে রাজনীতির নামে সহিংস ঘটনার পুনরাবৃত্তি না হয়।

তিনি বলেন, এ রায়ের পর বিএনপির রাজনীতিতে ও নেতৃত্বে আমূল পরিবর্তন আনা প্রয়োজন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি যে রাজনৈতিক চরিত্র হারিয়ে একটি সন্ত্রাসী সংগঠনে রূপ নিয়েছে, তা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম। এই রায়ের মাধ্যমে তা প্রমাণিত হলো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম, মারুফা আক্তার পপি, শামসুন নাহার চাঁপা প্রমুখ।