SOMOYERKONTHOSOR

প্রকাশ হল বহু প্রতীক্ষিত ‘বাহুবলী ২’র মোশন পোস্টার

বিনোদন ডেস্ক – প্রকাশিত বহু প্রতীক্ষিত ‘বাহুবলী ২’ এর নতুন পোস্টার। মহা শিবরাত্রির দিন এই পোস্টার টুইটারে প্রকাশ করলেন ছবির পরিচালক এস এস রাজামৌলি।

করন জোহর শেয়ার করলেন এই ছবির মোশন পোস্টার। গত বছর নভেম্বরে ছবিটির প্রথম পোস্টার মুক্তি পায়। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথমেই মুক্তি পেতে পারে ‘বাহুবলী ২’ এর ট্রেলার। ২৮ এপ্রিল মুক্তি পেতে পারে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’।

‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তি পায় ২০১৫ সালে। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ফেলা এই ছবি গোটা বিশ্বে ৬০০ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে রাজামৌলির দাবি, বাহুবলীর দ্বিতীয় পর্ব প্রথমটির তুলনায় কয়েক গুণ বেশি পছন্দ করবেন দর্শক।

‘বাহুবলী ২’ এর গল্পের কৌতূহল হল বাহুবলী কেন খুন হয়েছিল? কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল? এটা ফাঁস হয়ে গেলে দর্শকদের ছবিটা হলে গিয়ে দেখার আর ততটা উৎসাহ থাকবে না। কিন্তু এই তথ্যটা জানেন মাত্র তিন জন। টিম ‘বাহুবলী ২’ এর পক্ষ থেকেই এ খবর জানানো হয়েছে।