SOMOYERKONTHOSOR

ময়মনসিংহে তেলের ড্রাম বিস্ফরণে ৩ জন দগ্ধ

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডিজেলের ড্রাম বিস্ফরণে দগ্ধ হয়েছেন তিনজন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের তরবপাশাইল গ্রামে।

বিস্ফরণে গুরুতর দগ্ধ রমজান আলী (২৪), নজরুল ইসলাম (৫৮), আবুল কালাম (৪৪) সহ ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, মোমবাতি দিয়ে তেলের ড্রামের ছিদ্র বন্ধ করার সময় একটি ড্রাম বিস্ফোরিত হয়ে এ তিনজন দগ্ধ হন। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে বলেন, দগ্ধরা মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।