SOMOYERKONTHOSOR

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি– ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লক্ষীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, মর্তুজা আলী সরকার (৪৩) ও শাহীন মিয়া (২৫)। মর্তুজা আলী উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তাদের বাড়ি মাইজবাগ ইউনিয়নের কুমুড়িয়ার চর গ্রামে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুকনূজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরতুজ আলী সরকারের মৃতদেহ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত শাহীনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শাহীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মঙ্গলবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের চাপা দেয়া গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।