SOMOYERKONTHOSOR

দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধির বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক, সময়ের কণ্ঠস্বর– বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের জারি করা গ্যাসের দাম বৃদ্ধির গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুন থেকে গ্যাসের দ্বিতীয় দফা দাম বৃদ্ধির কার্যকরিতা ৬ মাস স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে প্রকৌশলী মোবাশ্বের হোসেন ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি করেন। ওই আবেদনে গ্যাসের দাম বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতার উপর স্থগিতাদেশ চাওয়া হয়। আবেদনে জ্বালানি সচিব ও বিআরসি চেয়ারম্যানকে বিবাদী করা হয়।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম দুই ধাপে বাড়ানোর ঘোষণা দেয়।