SOMOYERKONTHOSOR

ধর্মঘট নয়, শ্রমিকরা অবসরে গেছে: নৌপরিবহনমন্ত্রী

সময়ের কণ্ঠস্বর- সারাদেশে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতিতে ধর্মঘট বলতে নারাজ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ধর্মঘট নয় শ্রমিকরা কাজ করবেন না বলে স্বেচ্ছায় অবসরে গেছেন। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ধর্মঘট নাই, এখানে তো শ্রমিকরা স্বেচ্ছায় অবসর নিয়েছেন। কোন ধর্মঘট তারা ডাকে নাই।’

জন দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জন দুর্ভোগের ঘটনা ঘটছে, কিন্তু এখানে ধর্মঘট কেউ ডাকে নাই। যেইটা জানা গেছে সেটা হলো, শ্রমিকরা অবসর নিয়েছেন, তারা কাজ করবে না।’