SOMOYERKONTHOSOR

ফরিদপুরে যৌতুকের দাবিতে নববধুকে হত্যার অভিযোগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাজার এলাকায় যৌতুকের দাবিতে এক নববধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত ওই নববধুর নাম রোদেলা খানম (১৮)। সে শহরের আলিপুর খাবাড়ি মহল্লার জনৈক শওকত হোসেন খাঁনের মেয়ে। সে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের ইংরেজি বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্রী ছিল। গত ১৩ জানুয়ারী গোয়ালচামটের নতুন বাজার মহল্লার জনৈক মমিনুর রহমান সেন্টু (৬৮) এর ছেলে জনৈক আসাদুল সোহান (২৮) এর সাথে তার বিয়ে হয়। এরপর গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে ফমেক হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। স্বামী, শ্বাশুড়ি ও ননদ মিলে রোদেলাকে হত্যা করেছে বলে নিহত রোদেলার পরিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেছে। রিপোর্ট লেখার সময় নিহতের লাশ থানায় ছিল।

নিহত রোদেলার পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর হতেই রোদেলাকে স্বামী সোহান, শ্বাশুড়ি ও ননদ সুমি মানসিক যন্ত্রণা করতো। সোমবার রাতে রোদেলাকে স্বামী, শ্বাশুড়ি ও ননদ মিলে হত্যা করে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বছর পারিবারীকভাবে এনগেজমেন্ট হওয়ার পর চলতি বছরের ১৩ জানুয়ারী রোদেলাকে অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেয়া হয়।

এ ব্যাপারে কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই বেলাল হোসেন সময়ের কণ্ঠস্বরকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ড না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। রোদেলার পরিবার বলছে এটি হত্যাকান্ড। অন্যদিকে স্বামীর পরিবার বলছে এটি আত্মহত্যা।