SOMOYERKONTHOSOR

সরল অংক:- রাজীব মীর

সময়ের কণ্ঠস্বর:

সরল অংক

রাজীব মীর

(উৎসর্গ- উদিসা ইমন)

প্রথমে শূন্য এল

তারপর এক এসেই সামনে বসে গেল

এবং জায়গা বদল করে ন্যাংটো হল

এরপর দুইও অনুরুপ স্থান পাল্টে জেঁকে বসে ন্যাংটো হল
তিন চার পাঁচ ছয় সাত আট নয়
সম্মিলিত ন্যাংটোর দল এক হল, একশ হল ।
সবাই এক এক করে ন্যাংটো হয়ে সভ্যতা গড়ল
এক অপরকে উপহাসি দিয়ে বলল- তোর পেটে গু !
একজন একা হল,
একক হল কেউ দশক শতক সহস্র লক্ষ কোটি দল গঠন করল
লসা গু দল গসা গু দল পরিচয়ের জন্য গুণনীয়ক মার্কা হল
রাজনীতি চলে আসল সবচেয়ে ধূর্ত এমন জটিলতা পাকাল
যে সে নিজের নাম দিয়ে বসল সরল ।
আশ্চর্য , শিশুগণ কোমল মনে অংক কষতে বসল
এবং অংক কষতে কষতে ন্যাংটো হয়ে গেলো
গুণ হল ভাগ হল যোগ বিয়োগ সবই হল
অবশিষ্ট যা রইল কেউ নিল না
সকলেই ভাগফল যোগফল গুণফল বিয়োগ ফল হিসেব শুরু করল
পন্ডিতের দল লেখকের দল কবির দল পাঠকের দল
ক্রমশ বৃদ্ধি পেতে পেতে হ্রাস পেল সংখ্যারা অংক হল
অংক আবার ন্যাংটো হল
অবশিষ্ট রইল স্বাধীনতা !
মনে করি , x = স্বাধীনতা y = অসভ্যতা
বিঃদ্রঃ মনে করার স্বাধীনতাটুকুই অবশিষ্ট রইল !

কবি পরিচিতি: কবি ও গবেষক রাজীব মীরের পুরো নাম মীর মোশারেফ হোসেন। জন্ম ১৯৭৬ সালে, ভোলা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন। পেশা জীবনে তিনি বৃটিশ কাউন্সিলে কিছু দিন কাজ করার পর চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ছিলেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ জেন্ডার সাংবাদিকতা, কাব্যগ্রন্থ শুধু তোমার জন্য লিখি, মুক্তির ভাষা,সংবাদপত্রে শাহবাগ, মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস, ভোলা জেলা ও প্রেমে পড়েছে পাথর। সামনের দিন গুলোতে বই প্রেমিদের জন্য আরও নতুন নতুন বই বের করা হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি ও গবেষক রাজীব মীর।