SOMOYERKONTHOSOR

নরসিংদীতে কর্মরত পুলিশ বাহিনীর নিহত সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

মো. হৃদয় খান, স্টাফ রিপোর্টার: নরসিংদীতে কর্মরত পুলিশ বাহিনীর নিহত সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। নিহত পুলিশ সদস্যদের স্মরণে বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইন্স অস্থায়ী পুলিশ মনুমেন্টে পুস্পস্তবক অর্পণ করেন নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম। এ সময় নরসিংদী জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস ও সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া উপস্থিতি ছিলেন।

এরপর আলোচনা ও নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পরে নিহত পুলিশ সদস্যদের পরিবারের কাছে উপহার তুলে দেন পুলিশ সুপার আমেনা বেগম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্বেক) শাহরিয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) আব্দুল আওয়াল, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ড. মশিউর রহামান মৃধা, ডিবি ওসি সাইদুর রহামন প্রমুখ উপস্থিত ছিলেন।