SOMOYERKONTHOSOR

এসএসসির প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে আটক ৮

সময়ের কণ্ঠস্বর- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে কয়েকটি জেলা থেকে আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতভর দেশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ ইউসুফ আলী এ তথ্য দেন।

তিনি জানান, এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ার খবর গণমাধ্যমে আসার পর গোয়েন্দা তৎপরতা শুরু হয়। এরই প্রেক্ষিতে কয়েকটি জেলা থেকে জড়িত থাকার প্রমাণ মেলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।