SOMOYERKONTHOSOR

নাসা বলছে- এক দশকে ক্যালিফোর্নিয়ার প্রায় ২৮ ফুট ডেবে গেছে !

আন্তর্জাতিক ডেস্ক, সময়ের কণ্ঠস্বর : দিন দিন মানুষ যেন ধ্বংসের পথে পা বাড়াচ্ছে । মার্কিন মহাকাশ সংস্থা নাসার উপগ্রহ থেকে পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিশাল অংশ বিপজ্জনক হারে ডেবে যেতে শুরু করেছে।

এতে বলা হয়েছে, গত এক দশকে এ অঙ্গরাজ্যের বিশাল অংশ ২৮ ফুট পর্যন্ত ডেবে গেছে।

মার্কিন গবেষকরা বলছেন,গত কয়েক বছর ধরে ক্যালিফোর্নিয়া ভয়াবহ খরায় পড়েছে। খরার মুখে ফসল বাঁচানোর চেষ্টায় স্থানীয় কৃষকদেরকে মাত্রাতিরিক্ত হারে ভূগর্ভস্থ পানি টেনে নিতে হচ্ছে। এতে গত এক বছরে এ অঙ্গরাজ্যের কোরকোরান অঞ্চলের শত শত বর্গমাইল এলাকা অন্তত ১৬ ইঞ্চি ডেবে গেছে। ভূগর্ভস্থ পানি নির্বিচারে ব্যবহারের ফলে এমন পরিস্থিতি দেখা দিয়েছে। ১৯২০-এর দশক থেকে নগরায়ন প্রক্রিয়া শুরুর পর থেকে সেখানে ভূগর্ভস্থ পানির ব্যবহার শুরু হয়।

এ ছাড়া, নিয়মিত মাটি ধ্বসের কারনে রাস্তা ঘাট ব্লক হচ্ছে , এছাড়াও যানবাহন, মানুষ এমনকি যারা বাম বাসিন্দা তাদের ক্ষতি হচ্ছে ।