SOMOYERKONTHOSOR

চীনে যাত্রীবাহী বাস এবং একটি সিমেন্ট ভর্তি ট্রাকের মধ্যে সংঘর্ষ: নিহত ১০ জন

আন্তর্জাতিক ডেস্ক, সময়ের কণ্ঠস্বর . চীনে প্রায়ই এমন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। ট্রাফিক আইন ভালোভাবে না মানার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস এবং একটি সিমেন্ট ভর্তি ট্রাকের মধ্যে সংঘর্ষে ১০ জন নিহত এবং আরো ৩৮ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়া জানায় বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তের কাছে ইয়োন্নান প্রদেশে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো একজনকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কর্তৃপক্ষ জানাচ্ছে ২০১৫ সালে ১ লাখ ৮০ হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে একটি মিনিবাস উল্টে একটি লেকে পড়ে যাওয়ায় কমপক্ষে ১৮ জন নিহত হয়।

আরও জানাচ্ছে অতিরিক্ত যাত্রী বহনের কারনেও এসব দুর্ঘটনা বেড়েই চলেছে ।