SOMOYERKONTHOSOR

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: ট্রাক চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি, সময়ের কণ্ঠস্বর . টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেলাল হোসেন (৫০) নামে ট্রাকচালক নিহত হয়েছেন।

মৃত ব্যক্তি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গারোট গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বলে জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ্আলম।

আজ শুক্রবার সকালে কালিহাতী উপজেলার রাজাবাড়ী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

জব্বার মিইয়া নামের এক প্রত্যক্ষদর্শী সময়ের কণ্ঠস্বরকে জানান সকালে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে ঘাটাইল অভিমুখী অপর একটি ট্রাকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বেলাল হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাইল ছবি

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করেন ।

তিনি সময়ের কণ্ঠস্বরকে জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।