SOMOYERKONTHOSOR

চাঁপাইনবাবগঞ্জে কোমরে গোঁজা গুলি ভর্তি পিস্তলসহ যুবক গ্রেপ্তার


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু টোলঘর সংলগ্ন শিল্পকলা একাডেমী মহাসড়ক এলাকা থেকে বৃহস্পতিবার রাতে কোমরে গোঁজা গুলিভর্তি ১টি বিদেশী পিস্তলসহ রবিউল ইসলাম ওরফে একরামুল (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরের আব্দুল মান্নানের ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় র‌্যাবের এক প্রেসনোটে ঘটনাটি নিশ্চিত করা হয়। প্রেসনোটে বলা হয়, গোপন তথ্যর ভিত্তিত্বে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম ও এনামুল করিমের যৌথ নেতৃত্ত্বে বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় অভিযান চালান হয়।

এ সময় সন্দেহজনকভাবে একরামুলকে প্যান্টেে কোমরে গোঁজা ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায় গ্রেপ্তার একরামুল একজন অস্ত্র ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র‌্যাব । এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে।