SOMOYERKONTHOSOR

‘লাফ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা আমার জন্য অত্যন্ত সহজ’

আন্তর্জাতিক ডেস্ক – মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তকে ‘অপ্রয়োজনীয়’ এবং ‘সম্পূর্ণই অযৌক্তিক’ প্রমাণ করতে একজন মেক্সিকান কংগ্রেসম্যান মার্কিন সীমান্তে নির্মিত ৩০ ফুট লম্বা একটি প্রাচীরের উপরে বসে সেটির ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

মেক্সিকোর কুয়েরেটারিও রাজ্যের কংগ্রেসম্যান ব্রাওলিও গুয়েরার বুধবার এসব ছবি ও ভিডিও নিজের টুইটারে পোস্ট করেন।

এতে দেখা যায়, ৩০ ফুট লম্বা একটি প্রাচীরের উপরে তিনি দুই পা দুই দিকে দিয়ে বসে আছেন। প্রাচীরটি মেক্সিকান সীমান্ত শহর ‘তিজুয়ানাকে’ যুক্তরাষ্ট্র থেকে আলাদা করেছে।

ভিডিওতে গুয়েরার বলেন, ‘আমি এই লম্বা অ্যাঙ্গেল বেয়ে চূড়ায় ওঠতে সক্ষম হয়েছি এবং এর উপর নিজেকে বসাতেও পেরেছি। লাফ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা আমার জন্য অত্যন্ত সহজ একটি ব্যাপার। আমি এর মধ্য দিয়ে প্রমাণ করেছি প্রাচীর নির্মাণ অপ্রয়োজনীয় এবং সম্পূর্ণই অযৌক্তিক।’

তিনি আরো বলেন, ‘এটা সহজ এবং এটা প্রমাণ করে এই প্রকল্প কতটা অপ্রয়োজনীয়। এটা ডোনাল্ড ট্রাম্পের একটি রাজনৈতিক বাগাড়ম্বরপূর্ণ উক্তি ছাড়া আর কিছুই নয়।’

গুয়েরার টুইট করা একটি ছবিতে দেখা্ যায়, প্রাচীরের উপরে তার সঙ্গে আরো দুইজন ব্যক্তি বসে আছেন। গুয়েরার জানান, তিনি সেখানে উপস্থিত হলে ওই দুই ব্যক্তিও তাকে দেখে দেয়ালে আরোহণ করেন।

ভিডিওতে গুয়েরার আরো বলেন, ‘আপনি অত্যন্ত স্বচ্ছন্দেই এবং তাৎক্ষণিক এর উপর ওঠতে পারেন। আমি তিজুয়ানা থেকে এটার উপর ওঠেছি। যেটি দেয়ালটির অন্যতম সর্বোচ্চ উঁচু অংশ।এমনকি এর দূরত্বও খুব জটিল। কিন্তু কিছু তরুণ রয়েছে যারা যেকোন সময়ে খুব সহজেই দেয়ালের উপর ওঠতে ও নামতে পারবে।’