SOMOYERKONTHOSOR

খালেদার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বৃটিশমন্ত্রী

সময়ের কণ্ঠস্বর – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন ঢাকা সফররত এশিয়া ও প্যাসিফিক বিষয়ক বৃটিশমন্ত্রী অলক শর্মা।

বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে। এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কূটনৈতিক উইয়ংয়ের নেতারা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

এর আগে, সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ মন্ত্রী অলক শর্মা।

তিনদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসা এই ব্রিটিশ মন্ত্রী শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। এছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে যুক্ত ব্রিটিশ ও বাংলাদেশি বিভিন্ন কোম্পানির সঙ্গে এবং রোহিঙ্গা শরনার্থীদের সমর্থক জাতিসংঘ ও অপরাপর সংস্থার সঙ্গে বৈঠক করেন।