SOMOYERKONTHOSOR

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার মোঃ হাসান খাঁ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের লিটন শেখ (৩০)। নিহত ও আহতরা ফরিদপুরের বিভিন্ন এলাকায় দৈনন্দিন শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতো বলে জানা গেছে।

কানাইপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ ওয়াহিদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, ফরিদপুর থেকে কামারখালীগামী একটি লোকাল বাসটি বিপরীত দিক থেকে আসা একটি শ্রমিকবাহী মাহেন্দ্রকে চাপা দিলে এ ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।