SOMOYERKONTHOSOR

মানসিক ভারসাম্যহীন বড় ভাইয়ের হাতে বাক প্রতিবন্ধী ছোট বোন খুন

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ঝাইড়া মন্ডলের টোলা গ্রামে রবিবার সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন বড় ভাইয়ের ধারাল অস্ত্রের আঘাতে খুন হয়েছেন বাক প্রতিবন্ধী ছোট বোন দুলালী (২০)।

পুলিশ অভিযুক্ত ভাই সাহেব (২৮) কে গ্রামবাসীর সহায়তায় গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহত ও অভিযুক্তের পিতা জিল্লার রহমান অভিযুক্ত ছেলে সাহেবকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে অভিযুক্ত সাহেব কিছুটা “অপ্রকিতস্থ’ বলে উল্লেখ করা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এস আই) জিন্নাতুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, রবিবার সন্ধ্যা সোয়া ছয়টায় নিজ বাড়ীর উঠোনে ঘটনাটি ঘটে। বাড়ীতে সে সময় অন্যদের অনুপস্থিতিতে হঠাৎ ধারাল অস্ত্র দিয়ে দুলালীর ঘাড়ে আঘাত করে সাহেব। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে রাত সাড়ে আটটার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় আসামী সাহেবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে আসামী কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। প্রতিবেশীরাও অভিযুক্তের মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।