SOMOYERKONTHOSOR

প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপের ঘটনায় মামলা

পলাশ মল্লিক, স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার বিকেলে টঙ্গীতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে টঙ্গী থানায় মামলাটি দায়ের করা হয়।

টঙ্গী থানার ডিউটি অফিসার এস আই মোঃ সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, আসামি বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনায় টঙ্গী থানার এস আই অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন। ঘটনাস্থল থেকে আটক মোস্তফা কামালসহ আরো অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।