SOMOYERKONTHOSOR

পবিত্র ওমরাহ হজ করতে সৌদি গেলেন টুটুল-তানিয়া

বিনোদন ডেস্ক – পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেলেন সঙ্গীতশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী-নির্মাতা তানিয়া আহমেদ দম্পতি। গত রাতে সৌদি আরবের পথে রওনা হয়েছেন তারা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ তারকা দম্পতি।

তারা জানান, নিজেদের কাজগুলো গুছিয়ে নিয়ে এখন তারা ওমরাহ পালন করতে যাবেন। ফিরে এসেই আবার তারা কাজে মনোযোগ দেবেন।

তানিয়া বলেন, ‘বেশকিছু নাটকের কাজ হাতে রয়েছে। ওমরাহ পালন শেষে ঢাকায় ফিরে সেগুলো শেষ করব।’

নিজেদের ওমরাহ হজ পালন নিয়ে সবার কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তানিয়া আহমেদ। তিনি লিখেছেন, ‘সকলের কাছে দোয়া চাই। যেন হজ পালন করে আবার নিরাপদভাবে ফিরে আসতে পারি।’