SOMOYERKONTHOSOR

ডোমারে ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু, আশঙ্কাজনক আরও দুই

মোঃ মহিবুল্লাহ্ আকাশ, স্টাফ করেসপন্ডেন্ট, নীলফামারী – নীলফামারীর ডোমারে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নিরব হোসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ মার্চ) দুপুরে সদর ইউনিয়নের চিকনমাটি ক্ষতপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু  হয়। নিবর ওই এলাকার নুর হোসেনের ছেলে।
আরো দুই শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় রয়েছে।  আক্রান্ত ওই দু’জন একই এলাকার ফারুক হোসেনের ১১ মাস বয়সের শিশু কন্যা ফারজানা আক্তার ও নুর আলমের আট মাস বয়সের কন্যা লোপা মনি বর্তমানে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, গত সোমবার শিশু নিরব ডায়রিয়ায় আক্রান্ত হলে মঙ্গলবার সকাল ১০ টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার কিছুটা উন্নতি হলে বিকালে তাকে বাড়ি নিয়ে আসে পরিবারের লোকজন। ভোর রাতে শিশু নিরবের অবস্থা খারাপ হলে হাসপাতালে নেয়া হলে দুপুরে তার মৃত্যু হয়।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: রায়হান বারী বলেন, আমি সহ ঘটনাস্থলে একটি টিম সর্বক্ষনিক চিকিৎসা সেবা  প্রদান করছে।