SOMOYERKONTHOSOR

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সময়ের কণ্ঠস্বর- বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া কার্যালয় জানিয়েছে, লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা ও সুন্দরবনসংলগ্ন আশপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে মুষলধারায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যায়। তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত না হলেও ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. বজলুর রসিদ শুক্রবার সকাল ১০টার দিকে জানান, নিন্মচাপের কারণে মংলার আকাশ মেঘে ঢাকা থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হবে। এ অবস্থা আগামী শনিবার পর্যন্ত চলবে। তবে রোববার সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে উঠবে। সতর্ক সংকেত জারি হওয়ায় নদীতে অবস্থান করা ছোট ছোট নৌযানকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।