SOMOYERKONTHOSOR

আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য গ্রেফতার


নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন  (জেএমবি) তালিকাভ’ক্ত সদস্য, একাধিক মামলার পলাতক আসামি আব্দুল মান্নান (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার জামগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল মান্নান উপজেলার জামগ্রাম গ্রামের মজিবর রহমানের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এলাকায়। সে সময় বাংলা ভাই সর্বহারা নিধন নামে অবৈধ্য হত্যাযজ্ঞ মারপিট , লুটতরাজ, ভাংচুরে মেতে উঠেন।

এ সমস্ত কর্মকান্ডে আব্দুল মান্নান সক্রিয় অংশ গ্রহন করেন। দীর্ঘদিন ধরে আব্দুল মান্নান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।