SOMOYERKONTHOSOR

দশ বছর পরেও বলিউড বাদশাহ শাহরুখের শরীরের গন্ধে পাগল এই অভিনেত্রী!

বিনোদন ডেস্ক – দশ বছর আগে শাহরুখের সঙ্গে ছবিতে অভিনয় করেছিলেন এক অভিনেত্রী। দশ বছর পরে এখনও সেই অভিনেত্রীর নাকে লেগে রয়েছে শাহরুখের শরীরের গন্ধ। মাত্র একটা ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন তিনি। সেই একটা ছবিই সুপার ডুপার হিট হয়।

তাঁর অভিনীত চরিত্রও দাগ কেটেছিল দর্শকদের মনে। দশ বছর পরেও কিং খানে বুঁদ হয়ে রয়েছেন অভিনেত্রী চিত্রশী রাওয়াত। শাহরুখের গায়ের গন্ধ এখনও তাঁকে টানে। এমনটা শুনলে অনেকেই অবশ্য অবাক হয়ে যাবেন। হয়তো সেই সময়ে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কিনা শাহরুখ এই প্রশ্ন ভক্তদের মনে উঁকি দিতেই পারে। আসলে ব্যাপরাটা মোটেও তা নয়।

‘চক দে ইন্ডিয়া’ ছবিতে কিং খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে চিত্রশী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন,‘সমস্ত দিক থেকেই প্রকৃত রাজা শাহরুখ। ভীষণ জ্ঞানী। ’ এর পরেই তিনি সবাইকে অবাক করে বলে বসেন, ‘ওঁর গায়ের গন্ধও খুব সুন্দর!’

এরপরেই শাহরুখের সঙ্গে আবারো কাজ করতে চান কিনা চিত্রশীকে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি কিং খানের সঙ্গে আবারও অভিনয় করতে চান। শাহরুখের সঙ্গে সবাই কাজ করতে চান। এমনই তাঁর জাদু। চিত্রশীও এর ব্যতিক্রম নন।