SOMOYERKONTHOSOR

কুড়িগ্রামে ফাল্গুনের বৃষ্টিতে আমের মুকুল ঝরে গেল

ফয়সাল শামীম, নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে ফাল্গুনের শেষ লগ্নে দিন ব্যাপি বৃষ্টিপাতের ফলে চলতি ইরিবোরো ধান ক্ষেতের উপকার হলেও আমের মুকুল ও পাকা গম ক্ষেতের কিছু ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভিতরবন্দ এলাকার কৃষক আজগার আলী ও মোজাহার আলী জানান, চলতি ইরিবোরো মওসুমের মাঝ সময়ে বৃষ্টি হওয়ায় ধান ক্ষেতের খুবই উপকার হয়েছে। দুই চারদিন ক্ষেতে পানি দিতে হবে না।

অপর দিকে মোতালেব মিয়া ও কাশেম আলী জানান, এ সময় বৃষ্টিপাত হওয়ায় যে সব আমের গাছে কেবল মুকুল আসছে তার মুকুল ঝড়ে পরে গেছে। অপরদিকে কৃষক ধনদ্দিন সরকার জানান, বৃষ্টি হওয়ায় পাকা বা আধাপাকা গমের একটু ক্ষতি হয়েছে।

যোগাযোগ করা হলে নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সময়ের কণ্ঠস্বরকে জানান, এ সময়ে বৃষ্টি হওয়ায় ক্ষতির চেয়ে লাভ অনেক বেশি। বোরো ক্ষেতের দারুন উপকার হয়েছে। এছাড়া দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ভুমি ক্ষয় বা ধুলার যে আদিক্ষ ছিল তা বন্ধ হয়ে গেছে। অপরদিকে খোঁজ নিয়ে জানা গেছে গোটা জেলায় বৃষ্টিপাত হয়েছে।