iPhone7-কে টক্কর দিবে নোকিয়া..!

news_picture_44463_nokia1


প্রযুক্তি ডেস্কঃ

গত মাসের শেষে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ (MWC) তিনটি নতুন মোবাইল লঞ্চ করে নোকিয়া। যার মধ্যে নোকিয়া ৩৩১০-ও ছিল। HMD Global নামে যে সংস্থা এখন নোকিয়ার হ্যান্ডসেট তৈরি করে তারা জানিয়েছে, এটা সবে শুরু। চলতি বছরে একের পর এক দুরন্ত সব মোবাইল বিশ্ব বাজারে লঞ্চ করবে নোকিয়া।

সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়, আগামী জুন মাসে নোকিয়া নিজের ফ্ল্যাগশিপ মোবাইল লঞ্চ করতে চলেছে। যেমনটা করে অ্যাপল, গুগল বা স্যামসাং। এবার এই সমস্ত ব্র্যান্ডের সঙ্গে টক্কর দিতে চলেছে নোকিয়া। এক সঙ্গে ২টি ফোন লঞ্চ করা হবে। যার একটাতে র‌্যাম থাকবে ৪ জিবি এবং অন্যটিতে ৬ জিবি। দুটি মোবাইলেই কোয়ালকম স্ন্যাপড্রাগন 835 SoC প্রসেসর থাকছে।

দু’টি মোবাইল সম্পূর্ণ মেটালের তৈরি হবে। ডুয়াল ফ্রন্ট ক্যামেরা থাকবে। সম্ভবত তাতে ২৩ মেগাপিক্সেল সেন্সর লাগানো থাকবে। তবে তাতে কার্ল জিইস বা পিওর ভিউ প্রযুক্তি থাকছে না। কারণ নোকিয়া সম্প্রতি নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছে যে, তারা কার্ল জিইস আর ব্যবহার করবে না।