SOMOYERKONTHOSOR

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অগ্নিকান্ডে ৬টি পরিবারের ১৫টি ঘর ভষ্মীভূত


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে শুক্রবার রাতে অগ্নিকান্ডে ছয়টি পরিবারের ১৫টি টিন ও খড়ের ঘর ভষ্মীভূত হয়েছে।

এতে ২টি গরু,৪টি ছাগল ও বেশকিছু হাস মুরগী পুড়ে মারা যায়। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ফায়ার লীডার মিনহাজ জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বৃষ্টির মধ্যেই একরামুল হকের বাড়িতে বৈদুত্যিক শটসার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে তা পাশের রফিক,মোজাম্মেল,ফজলু,কালু ও জহুরুলের বাড়ীতে ছড়িয়ে পড়ে।

এ সময় গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট  ও শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। অগ্নিকান্ডে সাড়ে ৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে। তবে পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, অগ্নিকান্ডে ৭টি পরিবারের অন্তত: ১৭টি ঘর ভস্মীভূত হয়। এতে ১৫ লক্ষাধিক টাকা মূল্যের গৃহপালিত পশু, আসবাবপত্র, শ্যালো মেশিন ও অনান্য সামগ্রী পুড়ে গেছে।