SOMOYERKONTHOSOR

তালায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি – জেলার তালা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা ডাকাত ছিলেন। শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের বিদ্যুৎ কুমার (৪৬) ও সুজনশাহ গ্রামের তালহা শেখ (২৬)।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, “ওই এলাকার লক্ষণ দাসের আমবাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদ পেয়ে রাত সোয়া ৩টার দিকে উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন ও নাজমুল হক ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতদল পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা। স্থানীয় লোকজন দুজনকে শনাক্ত করে।”

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, চারটি ককটেল, দুটি গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলেও দাবি করেন ওসি।