SOMOYERKONTHOSOR

‘প্রমাণ দিতে না পারলে জাতির কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত’

সময়ের কণ্ঠস্বর- ‘বিএনপি ভারতকে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল’ এ কথার প্রমাণ দিতে না পারলে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামিক পার্টি ঢাকা মহানগর আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনিতেই কথা প্রিয় মানুষ যখন কথা বলেন মাঝে মধ্যে হিসাব নিকাশ থাকে না। তিনি বলেন, ‘বিএনপি ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন।’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রমান করতে না পারলে জাতির কাছে মিথ্যার দায়ে ক্ষমা চাওয়া উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠ হবে পাগলও তা বিশ্বাস করে না। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন পার্লামেন্ট ভেঙ্গে দিতে হবে।

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবির মূর্তি অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, এতদিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রায়োজন পড়ে নাই এখন কি কারণে করা হয়েছে জানিনা। মানুষের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়টি ভেবে দেখার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।