SOMOYERKONTHOSOR

জবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ আশিক, জবি প্রতিনিধি: আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ‘২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান’ বিভাগীয় কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নবীনবরণ কমিটির আহ্বায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক ও শিক্ষাথীবৃন্দ উপস্থিত ছিলেন।