SOMOYERKONTHOSOR

আতশবাজি তৈরি করতে গিয়ে ৭ জনের মৃত্যু


নিউজ ডেস্ক,সময়ের কণ্ঠস্বরঃ

ইরানে পার্সিয়ান নববর্ষ উপলক্ষে বাড়িতে আতশবাজি বানাচ্ছিলেন এক কিশোর। সেসময় বিস্ফোরণে ওই কিশোরসহ একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় এক প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদেবিল শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে মিজান অনলাইনে জানিয়েছেন প্রসিকিউটর জেনারেল নাসের আতাবাতি।

তিনি জানিয়েছেন, বিস্ফোরণে সাতজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

নিহতদের মধ্যে পাঁচজন কিশোর এবং মধ্যবয়স্ক এক দম্পতি রয়েছেন। চলতি মাসের ২১ তারিখেই পার্সিয়ান নববর্ষ উদযাপিত হবে। -ইরান ডেইলি