SOMOYERKONTHOSOR

‘ঐক্যবদ্ধ না থাকায় আইনজীবী সমিতির নির্বাচনে আমরা হেরে গেছি’

সময়ের কণ্ঠস্বর- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঐক্যবদ্ধ না থাকার কারণে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আমরা হেরে গেছি। এ হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ কথা বলেন। এসময় ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে হারার জন্য প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নেতাদের দায়ী করেন।

সভা শেষে জানা গেছে, প্রধানমন্ত্রী এই কারণে তিনটি উপজেলা নির্বাচনী দলের হারের কারণে যেসব নেতারা দায়ী তাদের প্রতি তিনি ক্ষুব্ধ।

বৈঠকে উপস্থিত একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী বলেছেন, আগামীতে যেকোনো নির্বাচন হোক না কেন দায়িত্ব নিয়ে করতে হবে। আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের বিরোধিতা করি। জনগণকে আস্থায় নিতে হবে। জনপ্রতিনিধি হতে হলে জনগণের কাছে যেতে হবে। আগামী ২২ ও ২৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। এ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।