SOMOYERKONTHOSOR

পু‌লি‌শের সা‌থে কথিত বন্দুক যু‌দ্ধে ৪ চরমপন্থি নিহত

‌মো: ম‌নিরুল ইসলাম ম‌নির, সময়ের কণ্ঠস্বর,  মে‌হেরপুর প্র‌তি‌নি‌ধি :

মে‌হেরপুর সদর নুরপুর মা‌ঠে পু‌লি‌শের সা‌থে বন্দুক যু‌দ্ধে চরমপ‌ন্থি দ‌লের ৪ সদস্য নিহত হ‌য়ে‌ছে। এই ঘটনায় সহকারী পু‌লিশ সুপার আহসান হা‌বিব সহ ৬ পু‌লিশ সদস্য আহত হয়েছেন । সোমবার রা‌তে এ বন্দুকযু‌দ্ধের ঘটনা‌টি ঘ‌টে।

নিহতরা হ‌লেন সদর উপ‌জেলার সোনাপর গ্রা‌মের সোহাগ আ‌লি(২৭), র‌মেশ(২৬), কাকন(২৫) ও সাদ্দাম হো‌সেন(২৮)।

‌মে‌হেরপুরের  অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার আবদুল্লা আল মাহমুদ জানান, সম্প্র‌তি সদর উপ‌জেলার সোনাপুর গ্রা‌মের দুই আওয়ামীলীগ কর্মী‌ হত্যাকান্ডসহ বি‌ভিন্ন অপরাধ মুলক অপক‌র্মের স‌হিত জ‌ড়িত ব‌লে ধারনা করা হ‌চ্ছে।

এরা গভীররা‌তে নুরপুর মো‌ড়ে সংগবদ্ধ হ‌য়ে কোন অপক‌র্মের প্রস্তু‌তি নি‌চ্ছিল এ সময় পু‌লিশ সদস্য‌দের উপ‌স্থি‌তি জান‌তে পে‌রে গু‌লি ছো‌ড়ে এ সময় দুপ‌ক্ষের ম‌ধ্যে গুলাগুল‌ি শুরু হ‌লে ৪জন চরমপ‌ন্থি নিহত হয়।

নিহতদের  সকল‌কে উদ্ধার ক‌রে মে‌হেরপুর সদর জেনা‌রেল হাসপাতা‌ল ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে ।