SOMOYERKONTHOSOR

লালপুরে বৃষ্টিতে তলিয়ে গেছে শতাধিক একর জমির ফসল

জাহিদুল ইসলাম আলিম, লালপুর প্রতিনিধি: শুক্রবার ও শনিবার রাতের বৃষ্টিতে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া, ভোজন বিল নাওদাড়া বিল ও কাশিমপুর এলাকার এবং পাশবর্তী বড়াইগ্রাম উপজেলার নগর ও চান্দা ইউনিয়নের সাতাইল বিল এলাকার শতাধিক একর জমির ফসল তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, উঠতি ফসল পেঁয়াজ, ঢেঁড়স, তামাক এবং চলতি মৌসুমে বপনকৃত পাট ও কলাইয়ের শতাধিক একর জমি পানির নিচে তলিয়ে গেছে। দুই এক দিনের মধ্যে পানি নিস্কাশন না হলে ফসলের ব্যাপক ক্ষতির সম্মুখিন হবে কৃষক।