SOMOYERKONTHOSOR

গাজীপুরে ট্রাক চাপায় যুবক নিহত

পলাশ মল্লিক, স্টাফ করেসপন্ডেন্ট: গাজীপুরে ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছে। রবিউল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত রবিউল রংপুরের পীরগঞ্জ উপজেলার করিমলক্ষ্মীপুর এলাকার আবুল ইসলামের ছেলে। আজ রবিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাওজোড় হাইওয়ে পুলিশের এস আই বিনয় কুমার সরকার সময়ের কণ্ঠস্বরকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই রবিউল ইসলাম নিহত হন। পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিউল বাসন এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা যায়।